জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, বগুড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর। জাতীয় সঞ্চয় প্রকল্পের সঞ্চয়পত্রসমূহ বিক্রয়, মুনাফা প্রদান ও নগদায়নের সার্বিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি সঞ্চয়ের প্রতি জনসাধারণকে উদ্বদ্ধকরণ বিষয়ক বিভিন্ন কর্মকান্ড এ দপ্তর পরিচালনা করে থাকে।
কর্মকর্তাঃ পদসংখ্যা ০২= সহকারী পরিচালক - ০১ জন,
সঞ্চয় অফিসার - ০১ জন।
কর্মচারীঃ পদসংখ্যা ০৫= উচ্চমান সহকারী - ০১ জন
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন
অফিস সহায়ক- ০২ জন
ঝাড়ুদার(খণ্ডকালীন) ০১ জন।
বর্তমানে নিয়োজিত কর্মকর্তা / কর্মচারীর সংখ্যা :
কর্মকর্তাঃ পদসংখ্যা ০২ = সহকারী পরিচালক - ০১ জন,
সঞ্চয় অফিসার - ০১ জন।
কর্মচারীঃ পদসংখ্যা ০৫= উচ্চমান সহকারী - ০১ জন
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর - 00 জন
অফিস সহায়ক- ০১ জন।
ঝাড়ুদার(খণ্ডকালীন) ০১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস